আপ শিয়ালদহ অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস থেকে পাচার হওয়ার আগেই দুই নাবালিকা ও এক নাবালককে উদ্ধার করল বর্ধমান রেল পুলিশ। বর্ধমান স্টেশনের জিআরপি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বর্ধমানের চাইল্ড লাইনের কাছে খবর আসে তিন কিশোর-কিশোরীকে ট্রেনে করে ভিন রাজ্যে পাচার করা হচ্ছে। এরপরই চাইল্ড লাইনের প্রতিনিধিরা রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
শুক্রবার দুপুরে বর্ধমান স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে আপ অমৃতসর মেল দাঁড়ালে ট্রেনের সাধারণ কামরা থেকে তিন নাবালক-নাবালিকাকে উদ্ধার করে রেল পুলিশ। সঙ্গে থাকা ৩ জন মহিলা ও একজন পুরুষকে রেল পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের নাম রঞ্জন হালদার, রমা গায়েন, আসমা মণ্ডল এবং গীতাঞ্জলী খুরানা। এদের মধ্যে গীতাঞ্জলী খুরানার বাড়ি দিল্লির সালিমারবাগে এবং বাকি ৩ জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার বাসন্তিতে। ধৃতদের জিঞ্জাসাবাদ করে গোটা বিষয়টির কিনারা করার চেষ্টা করছে পুলিশ। উদ্ধার হওয়া তিন কিশোর-কিশোরীর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার বাসন্তি ও ক্যানিং থানা এলাকায়। পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে, দারিদ্রতার সুযোগ নিয়ে ওই নাবালক-নাবালিকাদের পরিবারকে প্রলোভন দেওয়া হয়। তারপরেই দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল ওই তিনজনকে কাজ করানোর জন্য। উল্লেখ্য, এর আগে পাচার হয়ে যাওয়া জামালপুরের ২ জন নাবালককেও তিনদিন আগে গুজরাট থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।