.
আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরের পরিচালন সমিতি ‘কালীপাহাড়ি ধর্মচক্র সেবা সমিতি’র ৩২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল বুধবার। সমিতর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন ঘাঘরবুড়ি মন্দিরে পতাকা উত্তোলন ও বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়। পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে এদিন রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। জানা গেছে, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য রাধাগোবিন্দ সিং মন্দিরের পরিচালন সমিতির সদস্যদের কাছে নিয়মিত মন্দিরে আসার আবেদন রাখেন এবং মহাকালেশ্বর মন্দির নির্মাণের জন্য অর্থসংগ্রহের জন্য উদ্যোগী হতে বলেন। মন্দির কমিটির সভাপতি রূপেশ কুমার উপস্থিত সদস্যদের বছরভর সমিতির নানান কার্যকলাপ বিষয়ে অবগত করেন।
Like Us On Facebook