কাঁকসা হাটতলা বাদ্যকর পাড়া সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল রবিবার। এদিন কাঁকসা উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতায় এদিন মোট আটটি দল অংশ নেয়। উদ্যোক্তারা জানিয়েছেন, বাদ্যকর পাড়ার দু’জন প্রতিভাবান ফুটবল খেলোয়াড় ভোলানাথ বাদ্যকর, ও টিংকর বাদ্যকরের মৃত্যুর পর থেকে তাঁদের স্মৃতিতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুটবল খেলা দেখতে এদিন মাঠে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Like Us On Facebook