আইসিডিএস কেন্দ্রের খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল ১৯ জন শিশু। ঘটনাটি ঘটেছে কুলটির লছমনপুরে। অসুস্থ শিশুদের সালানপুরের পিঠাইকেয়ারি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে অস্বস্তি অনুভব করতে থাকে। ধীরে ধীরে ১৯ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তাদের পিঠাইকেয়ারি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এরপরই খাবারে টিকটিকি পড়ার বিষয়টি সামনে আসে। এই ঘটনার জেরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে সালানপুরের বিডিও ওই গ্রামে যান। তিনি জানান, অসুস্থ পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল। খাবারে টিকিটিকি পড়েছিল কি না তা তদন্ত করে দেখা হবে।

Like Us On Facebook