শুক্রবার পানাগড় বাজারের কমিউনিটি হলে ১০৭ জন শিল্পীকে করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হল। দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এদিন বাউল শিল্পী ও আদিবাসী শিল্পীদের করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়। দুর্গাপুর মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, তথ্য সংস্কৃতি দফতরের অধীনে যে সমস্ত শিল্পীরা রয়েছেন আজ তাঁদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও আজ যাদের প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে সময় অনুযায়ী তাঁদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়ারও ব্যবস্থা করা হবে। ভ্যাকসিন পেয়ে খুশি শিল্পীরা। তাঁরা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Like Us On Facebook