রাজ্য সরকারের নির্দেশ আসায় অন্ডালের কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাই ও চেন্নাই বিমান পরিষেবা শুরুর দিন পরিবর্তন করা হল। আজ, ২৫ মে অন্ডালের কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাই ও চেন্নাইয়ের বিমান পরিষেবা এর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাজ্য সরকারের নির্দেশ আসায় দিন পরিবর্তন করা হয়।
অন্ডাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৫ মে সোমবারের পরিবর্তে ২৮ মে থেকে ফের শুরু হবে অন্ডাল থেকে উড়ান। ২৮ মে থেকে চেন্নাই-দুর্গাপুর এবং ১ জুন থেকে দুর্গাপুর-মুম্বাই উড়ান শুরু হচ্ছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ২৫ মে থেকে ঘরোয়া উড়ানের অনুমতি দেয়। তাই আজ থেকে রাজ্যের বিমান বন্দরগুলি থেকে বিমান পরিষেবা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল রাজ্য সরকারের এক নির্দেশে রাজ্য থেকে ফের উড়ান শুরুর দিন পিছিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। সেই মতো দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে চেন্নাই-দুর্গাপুর বিমান পরিষেবা শুরু হবার কথা ২৮ মে থেকে এবং মুম্বাই-দুর্গাপুর বিমান পরিষেবা শুরু হবার কথা ১জুন থেকে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যদি কোন কারণবশত চেন্নাই-দুর্গাপুর বিমান বাতিল হয় ২৮ মে সেই ক্ষেত্রে ১ জুন থেকেই মুম্বাই-দুর্গাপুর এবং চেন্নাই-দুর্গাপুর দুটি রুটে একসঙ্গেই যাত্রীবাহী বিমান পরিষেবা শুরু করবে স্পাইসজেট সংস্থা। অন্ডালের কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা বলেন, ‘রাজ্য সরকারের নির্দেশ আসায় ২৫ মে থেকে যাত্রীদের বিমান পরিষেবা দেওয়া আপাতত স্থগিত রাখা হল। পরবর্তী ২৮ মে থেকে চেন্নাই-দুর্গাপুর বিমান পরিষেবা দেওয়ার কথা রয়েছে এবং ১ জুন থেকে মুম্বাই-দুর্গাপুর বিমান পরিষেবা দেওয়ার কথা। স্পাইস জেট দুটি রুটেই যাত্রীদের ফের বিমান পরিষেবা দেবে।’