শনিবার সকালে হঠাৎই আসা বানে ভেঙে গেল কাঁকসার শিবপুরে অজয় নদের উপর অস্থায়ী ব্রিজ। বিছিন্ন হল কাঁকসা ও বীরভূমের বিভিন্ন গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। অজয় নদের এই অস্থায়ী ব্রীজের উপর দিয়ে দুই জেলার সাধারণ মানুষ যাতায়াত করেন। রোগীদের চিকিৎসার জন্য আনা হয় পশ্চিম বর্ধমানে। পড়ুয়ারা পড়তে আসে এবং সর্বোপরি আজ, শনিবার জয়দেব নদের পাড়ে হাট বসে। জমজমাট বাজার চলে। হঠাৎ করে নদীতে প্রচুর জল এসে পড়ায় হকচকিয়ে যান উপস্থিত সকলেই। অজয় নদের বালির চরে উপস্থিত মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে দেন। কৌতুহলী মানুষজন মোবাইলে ক্যামেরাবন্দি করেন অকাল বন্যার দৃশ্য।
স্থানীয় শিবপুর পঞ্চায়েত সদস্য গিরিধারী সিনহা বলেন, ‘হঠাৎ করে হিংলো জলাধার থেকে জল ছেড়ে দেওয়ায় এই বিপত্তি। স্থানীয় শিবপুর পঞ্চায়েত বা স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিককে না জানিয়ে হিংলো জলাধার থেকে জল ছেড়ে দেওয়ায় প্রচুর ক্ষতি হয়ে গেল। অজয় নদের অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ল। দুই জেলার বিভিন্ন গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। অজয়ে আজ হাট বসে এবং বহু মানুষের রুজিরুটি নির্ভর করে অজয় নদের উপরের এই অস্থায়ী ব্রিজের উপর। রবিবার আমাদের এলাকায় একটি বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। বীরভূমের দিক থেকে প্রচুর মানুষ প্রতিবার এই শিবিরে আসেন। ব্রিজ ভেঙে যাওয়ায় বীরভূমের দিক থেকে মানুষজন এই শিবিরে আসতে পারবেন না।’