শনিবার পূর্ব বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে রাজ্য পুলিশকে নিয়ে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ করে ভোটারদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। এদিনের রুট মার্চে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও পুলিশ সুপার ভাস্কর মুখার্জী ছাড়াও কালনার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে মন্তেশ্বরের কুসুমগ্রামের বিভিন্ন এলাকায় আধিকারিকরা রাজ্য পুলিশ ফোর্সকে নিয়ে রুট মার্চ ও এরিয়া ডমিনেশনের কাজ করেন। পাশাপাশি ভোটাররা যাতে নির্ভয়ে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেই ব্যাপারে আধিকারিকরা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুবিধা অসুবিধার কথা জেনে নেন। ভোট নিয়ে কোন সমস্যা থাকলে তা প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
Like Us On Facebook