আসানসোলের হীরাপুর থানার সূর্যনগর বালি ঘাটে স্নান করতে নেমে পাঁচ যুবক তলিয়ে গেল। ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোলের শ্রীপল্লী এলাকার ১২ জন যুবক রবিবার দামোদরের তীরে হীরাপুর থানার সূর্যনগর বালি ঘাটে পিকনিক করতে আসে। তাঁদের মধ্যে দেবব্রত রায়, প্রতীক নন্দী, সিন্ধু কাজী, পরিজয় চ্যাটার্জী ও রাহুল দেবনাথ নামের পাঁচ যুবক দামোদরে স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায়। সকলেই আসানসোলের শ্রীপল্লী এলাকার বাসিন্দা। খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ উদ্ধারকারী দলের সাহায্যে দামোদরে তল্লাশি চালাচ্ছে। তলিয়ে যাওয়া যুবকদের পরিজনেরা দামোদরে তীরে জড় হয়ে যুবকদের উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।
Like Us On Facebook