পূর্ব বর্ধমানে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাই এবং মা ও ছেলে সহ মোট ৫জনের। শুক্রবার সকালে বর্ধমানের রায়না থানার শ্যামসুন্দরের দেরিয়াপুর এলাকার বাসিন্দা দুই ভাই রাধাকমল নায়েক (৬০) এবং কৃষ্ণকমল নায়েক (৫৮) চাষের এবং সংসারের প্রয়োজনীয় মালপত্র কিনতে মোটর ভ্যানে বর্ধমানের নতুনগঞ্জে আসছিলেন। পথে বর্ধমান শহরের তেলিপুকুর এলাকায় পিছন থেকে একটি ট্রাক মোটর ভ্যানটিতে ধাক্কা মারলে দুজনেই ছিটকে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁদের মৃত্যু হয়। মোটর ভ্যান চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে মেমারি থানার নুদিপুর জোড়াসাঁকো এলাকায় বাস ধরার জন্য মা জ্ঞানদা রায় (৭০) এবং ছেলে তারক রায় (৪৮) দাঁড়িয়েছিলেন। তাঁদের বাড়ি নুদিপুর মনসাতলা এলাকায়। এই সময় কলকাতামুখী একটি গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে পরে মা ও ছেলেকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় পুলিশ ওই গাড়ি আটক করেছে এবং চালককে গ্রেফতার করেছে।

অপরদিকে, রায়না থানার বুজরুকদিঘীর বাসিন্দা মনোহারী দোকানদার সেখ আম্বিয়া (৪৮) বৃহস্পতিবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সেই সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার রাত্রে তাঁর মৃত্যু হয়।

Like Us On Facebook