পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূল অঞ্চল সভাপতি উজ্জ্বল ব্যানার্জী খুনের ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করলো। ধৃতদের নাম মন্টু ঘোষ, পরেশ মাজি, সেখ সাগর, কাশিনাথ ঘোষ, সঞ্জীব আঁকুরে। পুলিশ এদিন তাদের বর্ধমান আদালতে তোলে।
বুধবার সন্ধ্যায় দলীয় পার্টি অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে বনপাশ রেল গেটের কাছে একটি চায়ের দোকানে বসে থাকার সময় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। পরে লাঠি, রড, টাঙ্গি দিয়ে তাঁর মাথায় কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গভীর রাতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার পিজিতে স্থানান্তরিত করা হয়। কলকাতা যাওয়ার পথেই ডানকুনি এলাকায় মারা যান তিনি। বৃহস্পতিবার আউশগ্রাম থানায় উজ্জ্বল ব্যানার্জীর ভাই সজল ব্যানার্জী ১৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।