ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী হাইটেনশন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের জয়রামপুর এলাকায় ক্যানেলের পাড়ে। মৃত মাছ ব্যবসায়ীর নাম নিমাই দাস (৫৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার ভোরেও মাছ ধরতে বেড়িয়েছিলেন নিমাই দাস। সাইকেল নিয়ে ক্যানেলের পাড় দিয়ে যাওয়ার সময় অন্ধকারের মধ্যে ক্যানেলের পাড়ে ছিঁড়ে পড়ে থাকা হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিমাইবাবুর। খবর চাউর হতেই প্রতিবাদে স্থানীয়রা মেমারি-কাটোয়া রোড অবরোধ করেন এবং ক্ষতিপূরণের দাবি জানান। দীর্ঘক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই মৃত্যু হল নিমাই দাসের। দীর্ঘক্ষণ তার ছিঁড়ে পড়ে থাকলেও বিদ্যুৎকর্মীরা ঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ায় ঘটে গেল দুর্ঘটনা।