Photo: Collected

এতদিন পর্যন্ত রাজ্যের মধ্যে করোনামুক্ত জেলা হিসেবে চিহ্নিত পূর্ব বর্ধমানেও এবার করোনার প্রবেশ ঘটল। করোনা আক্রান্ত রোগীর হদিস মেলার খবর প্রশাসনের তরফে ঘোষণার পরই জেলা জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে ব্যাপক চাঞ্চল্য। খণ্ডঘোষ ব্লকের এক বছর চল্লিশের যুবকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলায় রীতিমত উৎকন্ঠার পাশাপাশি আতঙ্কও বাড়ল গোটা দক্ষিণ দামোদর জুড়েই। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী রবিবার জানিয়েছেন, ওই যুবকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিন জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জেলার কৃষি ভবনে সরকারী কোয়রান্টিন সেণ্টার পরিদর্শনে যান। জেলাশাসক এদিন জানিয়েছেন, মোট ২০ জনের নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে একটা পজিটিভ এসেছে। ওই ব্যক্তিকে দুর্গাপুরে কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। এরই পাশাপাশি ওই ব্যক্তির সংস্পর্শে এখনও পর্যন্ত যাঁরা যাঁরা এসেছেন বলে চিহ্নিত করা গেছে তাঁদের সকলকেই কোয়রান্টিন সেণ্টারে নিয়ে আসা হয়েছে।

এখনও পর্যন্ত ৩১ জনকে বর্ধমানের ক্যামরি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আরও কেউ আছেন কিনা তা খোঁজ খবর করা হচ্ছে। এদিন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, আক্রান্ত ওই যুবকের গোটা গ্রামকে সিল করে দেওয়া হয়েছে শনিবার রাত থেকেই। ওই গ্রামে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। গ্রামবাসীদের যা প্রয়োজন তা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে।

এদিকে, করোনা নিয়ে লাগাতার প্রচার চালানো হলেও এখনও যে কিছু মানুষ তাঁকে মানছেন না এবং একইসঙ্গে লকডাউন ভাঙার প্রবণতা রয়েছে তার পরিণাম নিয়ে রবিবার সকাল থেকেই টের পেতে শুরু করলেন পূর্ব বর্ধমান জেলার মানুষ। উল্লেখ্য, সাম্প্রতিক করোনা আতঙ্ক যখন গোটা দেশে জুড়ে বেড়েই চলেছে, সেই সময় শনিবার পর্যন্তও পূর্ব বর্ধমান জেলা ছিল কার্যতই নিশ্চিন্তে। কিন্তু খণ্ডঘোষে করোনা আক্রান্ত হওয়ার খবর সরকারি ভাবে ঘোষণা হতেই জেলা জুড়ে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে।

Like Us On Facebook