রবিবার বেলা বারোটা নাগাদ অন্ডাল এয়ারপোর্ট চত্বরে রাস্তার পাশে ঝোপ-জঙ্গলের মধ্যে হঠাৎই ধোঁয়া লক্ষ্য করা যায়। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বড় এলাকাজুড়ে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাণীগঞ্জ থেকে একটি দমকলের ইঞ্জিন। এয়ারপোর্টের কর্মীরা ছাড়াও ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশও। দমকল কমীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাস্তার পাশে থাকা শুকনো গাছপালা থেকে আগুন ছড়িয়ে ছিল বলে অনুমান। তবে কিভাবে আগুন লাগল সেই বিষয়ে অবশ্য এয়ারপোর্ট কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Like Us On Facebook