বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরের বেনাচিতি বাজারের মাছ বাজারে হঠাৎ করে আগুন লাগে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় ব্যবসায়ীরা বাজার থেকে ধোঁয়া বের হতে দেখে রাস্তার উপর বেরিয়ে এসে চিৎকার করতে থাকেন। পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। দমকলের ১টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। দমকল কর্মীরা বলেন প্রাথমিক ভাবে মনে হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
জানা গেছে, একটি কাঁচা সবজির দোকান ক্ষতিগ্রস্ত হয় এই অগ্নিকাণ্ডের ফলে। রাতে বাজারে আগুন লাগায় কোন প্রাণহানি ঘটেনি এবং তমেন ক্ষয়ক্ষতিও হয়নি। তবে সন্ধ্যা বা দিনের ব্যস্ত সময় যদি অগ্নিকান্ডের ঘটনা ঘটত তবে ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল।
দুর্গাপুরের প্রাচীন বাজার বেনাচিতি বাজারে কয়েক মাস আগেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সারা বাজার বিদ্যুতের তারে জড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে দোকানগুলির কোন সংস্কার হয়নি এবং ঘিঞ্জি অপরিকল্পিত ভাবে গোটা বাজারটি চলছে। স্থানীয় বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যান। বারবার অগ্নিকান্ডের ঘটনার ব্যাপারে বরো চেয়ারম্যান রমাপ্রসাদবাবু বলেন, ‘এই প্রাচীন বাজারে দোকানদার ও দোকান ঘরের মালিকের মধ্যে দীর্ঘদিন ধরে ভাড়া সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছে। তাই বেনাচিতি বাজারের কোন সংস্কার বা উন্নয়ন করা পৌরসভার পক্ষে সম্ভব হচ্ছে না।’
উল্লেখ্য, এই বাজারে দোকানের মালিকের সঙ্গে দোকানদারদের ভাড়া সংক্রান্ত বিষয়ে বিবাদের ফলে দীর্ঘদিন ধরে বেশিরভাগ দোকানের পৌরসভার ট্রেড লাইসেন্সও পুনর্নবীকরণ হয়নি এবং অনেক দোকানের ব্যবসার জন্য নুন্যতম ট্রেড লাইসেন্সও নেই বলে সূত্র মারফৎ জানা গেছে।