বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো ডাউন এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। যাত্রীরা জানান মঙ্গলবার দুপুর একটা নাগাদ বর্ধমান পার হয় ট্রেনটি। এরপরই সি-১ কামরা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। গাঙপুর থেকে রেলের প্রযুক্তি বিভাগের কর্মীরা চলন্ত ট্রেনে আগুন নেভান।

কিন্তু কিছুক্ষণ পর আবার গলগল করে ধোঁয়া বের হতে থাকে ইঞ্জিন থেকে তৃতীয় সি-১ কামরায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে মশাগ্রাম স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে। ডাউন শান্তিনিকেতন ও সরাইঘাট ট্রেন মসাগ্রাম স্টেশনে থামিয়ে হাওড়া যেতে ইচ্ছুক যাত্রীদের তুলে দেওয়া হয়। শেষ পর্যন্ত দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নেভান। ৩ টে ৪৭ নাগাদ ওই কামরাটিকে মশাগ্রাম স্টেশনে ছেড়ে রেখে ট্রেন হাওড়া অভিমুখে রওনা হয়। প্রাথমিক ভাবে শর্টসার্কিট থেকে এসিতে আগুন লাগে বলে মনে করা হচ্ছে।



Like Us On Facebook