ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ আগুন। গ্যাস কাটার দিয়ে বাতিল লোহা কাটাইয়ের সময় আগুনের স্ফুলিঙ্গ তেল ও শুকনো ঘাসের সংস্পর্শে এসে আগুন লেগে যায়। বর্ধমানের প্যামড়া এলাকার ঘটনা। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দুটি ইঞ্জি

কারখানা সূত্রে জানা গেছে, কারখানার বাতিল লোহা কাটাই করার সময় আগুন লাগে। গ্যাস কাটার দিয়ে কাটার কাজ চলছিল। সেই সময়ই কোন কারণে আগুন ছিটকে তেলের সংস্পর্শে আসায় এই ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় আশপাশ ছেয়ে যায়। তবে সঠিক কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।পরীক্ষার পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Like Us On Facebook

[sfp-page-plugi