.
সাত সকালে কাঠের গোলায় বিধ্বংসী আগুনে সব ভস্মীভূত হয়ে গেল। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের বড়কালীতলায়। মঙ্গলবার সকালে ইঠাৎই কাঠের গোলায় আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। নিমেষে আগুন গোটা কাঠ গোলায় ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল পৌঁছানোর আগেই কার্যত সব শেষ। স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের কাছে যাওয়া যায় নি। পুলিশ ও দমকল কর্মীরা আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। কাঠ গোলাতে প্রায় লক্ষাধিক টাকার কাঠ ছিল বলে জানা গেছে। সবই পুড়ে ছাই হয়ে যায়।
Like Us On Facebook