পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের বোটানীর অধ্যাপক তথা বিভাগীয় প্রধান রাজনারায়ণ রায়ের বিরুদ্ধে বিভাগেরই এক ছাত্রীকে কুপ্রস্তাব ও কুরুচিকর ব্যবহারের অভিযোগের ভিত্তিতে সোমবার কলেজের পরিচালন সমিতি বৈঠকে বসলো। বোটানীর তৃতীয় বর্ষের ওই ছাত্রীর অভিযোগের পরিপেক্ষিতে পরিচালন সমিতি আজ কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।

অভিযোগের সম্পূর্ণ তদন্তভার সাত সদস্যের ইন্টারনাল কমপ্লেইন কমিটির উপর ন্যস্ত করা হয়। তারাই সমগ্র অভিযোগটি খতিয়ে দেখে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিবে। তদন্ত প্রক্রিয়া চলাকালীন নিরাপত্তাজনিত কারণে অভিযুক্ত অধ্যাপককে কলেজে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিগুলি থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত অধ্যাপককে অপসারিত করা হয়েছে। কলেজের নিরাপত্তা বাড়াতে এবার থেকে ল্যাবরেটরি গুলিতেও সিসি টিভি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। তদন্তের রিপোর্ট আসার পর পরিচালন সমিতি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

অভিযোগকারী ছাত্রী যাতে মনোযোগ দিয়ে তার পঠন পাঠন চালিয়ে যেতে পারে সেদিকটি দেখার পাশাপাশি তার নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানিয়েছেন পরিচালন কমিটির সভাপতি নীশিথ মালিক। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দিন খান সহ কমিটির অনান্য সদস্যরা।

Like Us On Facebook