ফের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিনারেটের পুলিশ। গত ১ আগস্ট নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে কুখ্যাত দুষ্কৃতি সুনীল পাশোয়ান ওরফে শোলে। তার কাছ থেকে একটি অত্যাধুনিক নাইন এমএম কার্বাইন উদ্ধার করে পুলিশ। এরপর সুনীল পাশোয়ানকে পুলিশ জেরা করে তার সাকরেদ শিবু পাশোয়ানের সন্ধান পায়, বৃহস্পতিবার শিবুকে পুলিশ পাণ্ডবেশরের রামনগর কোলিয়ারি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাটির নীচে লুকিয়ে রাখা একটি নাইন এমএম অত্যাধুনিক কার্বাইন সহ পিস্তল, একটি রাইফেল উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন দুর্গাপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা।

এদিন ডিসিপি অভিষেক গুপ্তা জানান, মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষ করে পাণ্ডবেশ্বর জুড়ে চলছে কড়া নজরদারি। এছাড়াও বিশেষ বিশেষ দষ্কৃতিপ্রবণ এলাকাগুলিতে নাকা চেকিং চলছে। সন্দেহভাজন ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ডিসিপি। ফলে দুষ্কৃতিরাও পুলিশের জালে ধরা পড়ছে বলে জানান ডিসিপি অভিষেক গুপ্তা। ডিসিপি জানান, অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তুলে তাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আরও কোথাও আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কিনা তা জানার চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা।

Like Us On Facebook