রাজ কলেজের প্রাক্তন টিচার-ইনচার্জ তারকেশ্বর মণ্ডলের বিরুদ্ধে কোটি টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের করল রাজ কলেজ কর্তৃপক্ষ। সোমবার কলেজের বর্তমান অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে কলেজের টিচার-ইনচার্জের দায়িত্ব পান তারকেশ্বর মণ্ডল। তাঁর সময়ে কলেজে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এনিয়ে তদন্ত শুরু হয়। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। সেই বৈঠকেই তারকেশ্বর বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে তদন্ত চলাকালীন প্রাক্তন টিচার-ইনচার্জকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Like Us On Facebook