ছাত্র আন্দোলনের চাপের কাছে নতি স্বীকার করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেষমেষ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রী রুম্পা সরকারকে পরীক্ষায় বসার অনুমতি দিল। সোমবার অ্যাডমিট কার্ড হাতে পেয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিল রুম্পা।
কাঁকসার দেউলের বাসিন্দা রুম্পা সরকার দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজের ফিলজফি অনার্সের ছাত্রী। পারিবারিক কারণে রুম্পা প্রথম সেমিস্টার পরীক্ষায় বসতে পারেনি। কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুম্পাকে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি বলে অভিযোগ। রুম্পা বলে, প্রথম সেমিস্টারে পরীক্ষায় না বসেও অনেকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেছে এই উদাহরণ রয়েছে অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত করেছিল। বিষয়টি জেনে কলেজের টিএমসিপির সদস্যরা আমার পাশে দাঁড়ায়। টিএমসিপির সদস্য বন্ধুরা ও আমি নজরুল বিশ্ববিদ্যালয় গেটের সামনে পরীক্ষায় বসার অনুমতি দেবার দাবি নিয়ে অবস্থান আন্দোলনে বসি। শেষে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিলে অবস্থান আন্দোলন তুলে নিই।
সোমবার কলেজের টিএমসিপির সাধারণ সম্পাদক রাহুল রায় ও সহ সম্পাদক বিশ্বজিৎ বাজারী আমার হাতে পরীক্ষায় বসার অ্যাডমিড কার্ড তুলে দেয়। রুম্পার পরীক্ষায় বসার অনুমতি আদায়ের আন্দোলন সফল হওয়ায় দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ চত্ত্বরে ছাত্র-ছাত্রী মহলে খুশির হাওয়া। পরীক্ষায় বসার আগে রুম্পাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের কর্মীরা।