দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে শুক্রবার ভোরে বাঁকুড়ায় ফেরত পাঠানো হল হাতির দলটিকে। গত প্রায় সাত দিন আগে একদল হাতি বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমানের গলসি হয়ে আউসগ্রামে ঢুকে পড়ে। গত সাতদিন ধরে আউশগ্রামের জঙ্গলে ছিল হাতির দল। অবশেষে বাঁকুড়া জেলায় হাতির দলটিকে ফেরত পাঠানোর জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক হুলা পার্টিকে আনা হয়। দলটিকে আউসগ্রাম থেকে পারাজ হয়ে বুদবুদের তিলডাং গ্রাম ধরে দামোদর নদ পার করে বাঁকুড়ায় ফেরত পাঠানো হয়।
পরিকল্পনা অনুযায়ী হাতি তাড়ানোর জন্য বনদফতরের অনুরোধে বৃহস্পতিবার সন্ধ্যায় ২ ঘন্টার জন্য বর্ধমান-আসানসোল রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রায় রাত আটটা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত ন’টা থেকে দশটা পর্যন্ত প্রায় এক ঘন্টা দু’নম্বর জাতীয় সড়কে বন্ধ রাখা হয় যান চলাচল। জাতীয় সড়ক পারাপার করার পর বুদবুদের লোয়া-কৃষ্ণরামপুর এলাকা ধরে হাতির দলকে শুক্রবার ভোরে ফেরত পাঠানো হয় বাঁকুড়ার জঙ্গলে। যদিও আগে থেকেই বনদফতরের তরফ থেকে গোটা এলাকায় সর্তকতা জারি করা হয়েছিল। তাই সারারাত ধরে যে সমস্ত এলাকায় হাতি ঢুকে পড়ে সেই সমস্ত এলাকার মানুষ আতঙ্কের মধ্যে ছিলেন। শুক্রবার ভোরে হাতির দলটিকে বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানোর পর স্বস্তি ফেরে এলাকার মানুষের।