ভারতে বসতে চলেছে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর। আর একে কেন্দ্র করে ফুটবলকে প্রতিটি পড়ুয়ার কাছে জনপ্রিয় করে তুলতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্দেশ্যে কেন্দ্র ‘মিশন ইলেভেন মিলিয়ন’ কর্মসূচি গ্রহণ করেছে। এর উদ্দেশ্য হল, দেশের ১৫ হাজার বিদ্যালয় ও ব্যাপক সংখ্যক জনসাধারণকে সামিল করার মাধ্যমে ১ কোটি ১০ লক্ষ স্কুল পড়ুয়াকে ফুটবল খেলার প্রতি সচেতন ও উৎসাহিত করে তোলা।

শুক্রবার বর্ধমানের বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুলে কেন্দ্র ও রাজ্য সরকার এবং ফিফা লোকাল কমিটির উদ্যোগে ‘মিশন ইলেভেন মিলিয়ন’ কর্মসূচি প্রসারের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা ও যুবকল্যাণ দপ্তরের আধিকারিক গৌরাঙ্গ বিশ্বাস, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌরিশঙ্কর ভট্টাচার্য্য, জেলা বিদ্যালয় পরিদর্শক খগেন্দ্রনাথ রায় ও ফিফা লোকাল কমিটির কনভেনর অরিজিৎ মুখোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠানে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের ১৯৫ টি স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ফুটবল খেলার জনপ্রিয়তা বাড়াতে ওই ১৯৫ টি স্কুলকে দুটি করে ফুটবল দেওয়া হয়।

Like Us On Facebook