সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের ছেলে, বৌমা এবং দুই নাতনিকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন এক ব্যক্তি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার খানো এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে৷ গ্রেফতার বাবা ইউসুফ ও বড় ভাই সেখ এক্রাম। ঘটনায় অগ্নিদগ্ধ সেখ ইকবাল, তাঁর স্ত্রী তুহিনা বেগম এবং তাঁদের দুই কন্যা সন্তান। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম চারজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় অভিযুক্ত সেখ ইউসুফ ও বড় ছেলে সেখ এক্রাম।
জানা গেছে, সেখ ইউসুফের সঙ্গে তাঁর ছোট ছেলে সেখ ইকবালের দীর্ঘদিন ধরেই জমি জায়গা নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে বুধবার ভোর রাতে, ইউসুফ দরজার বাইরে থেকে তালা লাগিয়ে ঘরের পিছনের জানালা দিয়ে প্রথমে গ্যাসের সিলিণ্ডার থেকে পাইপ লাগিয়ে জানালা দিয়ে ঘরে গ্যাস ভরে তারপর লাঠিতে কাপড় জড়িয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে ছেলের ঘরে ছুড়ে দেয়। ঘুমন্ত অবস্থায় চার জনই মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। চিৎকার শুনে এলাকার লোকজন তালা ভেঙে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিন দুপুরে বর্ধমান হাসপাতালে মৃত্যু হল সেখ ইকবালের। তাঁর স্ত্রী ও দুই মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।