বর্ধমানের রায়ান নারাণদিঘি মোড়ল পুকুর পাড়ে ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্ত বাবা রবি রায়কে। মেমারির বাগিলা মোড় থেকে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করা হয় রবি রায়কে। ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে তোলা হয়। বুধবার ছেলে তারক রায়কে খুনের অভিযোগ ওঠে বাবা রবি রায়ের বিরুদ্ধে। তারপরই পালিয়ে যায় অভিযুক্ত রবি রায়।
উল্লেখ্য, বুধবার দুপুরে বাড়িতে তক্তার উপর থেকে তারক রায়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা রবি রায় বাড়িতে অশান্তি করতেন। মায়ের সাথে অশান্তি করায় বারে বারেই প্রতিবাদ করতো ছোটো ছেলে তারক। মঙ্গলবার রাতে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, অশান্তি চলাকালীন ছেলে বাবাকে চড় মারে। এরপর পরিবারের মধ্যস্থতায় অশান্তি থামে। অভিযোগ, এরপর বাবা ছেলেকে খুন করে পালিয়ে যায়। অভিযোগের পরিপেক্ষিতে বাবার বিরুদ্ধে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করে পুলিশ।