বর্ধমানের তেজগঞ্জ স্কুল পাড়ায় বৃদ্ধ খুনে তদন্তে এলেন সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ শৈবাল দত্তের নেতৃত্বে দুই সদস্যের টিমটি এদিন তদন্তে আসেন। তাঁরা বাড়ির মধ্য থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। বাড়ির আলমারিতে কিছু সন্দেহজনক ফিঙ্গারপ্রিন্টের অস্তিত্ব মিলেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রক্তাত্ব অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক বৃদ্ধের দেহ। অভিযোগ, বাড়িতে একা থাকার সুযোগে দিনের বেলায় চুরির উদ্দেশ্যে আসা দুষ্কৃতিরা বাধা পেয়েই খুন করে ওই বৃদ্ধকে। বাড়ির আলমারি তছনছ অবস্থায় ছিল। মৃতের নাম গোরাচাঁদ দত্ত (৮৪)। তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্ত কর্মী। বাড়িতে ওই বৃদ্ধ ও তাঁর স্ত্রী থাকতেন। স্ত্রী বৃহস্পতিবার বোনের বাড়ি গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিলেন গোরাচাঁদবাবু। বোনের বাড়ি থেকে ফিরে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন স্ত্রী মিরা দত্ত। এমনকি বাড়িতে ঢোকার সময় এক যুবককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেন মিরাদেবী।

Like Us On Facebook