গলসির খেতুড়া গ্রামের চাষিরা ডিপিসির (ডাইরেক্ট পারচেজ সেন্টার) মাধ্যমে রাইস মিলে ধান দিলেও মিলগুলি অতিরিক্ত খাদ বাদ দেওয়ায় ৫ টি রাইসমিলে চাষিরা বিক্ষোভ দেখালেন। চাষিদের অভিযোগ, সরকারি নিয়মে খাদ বাদ না দিয়ে বস্তা পিছু ৬-৭ কেজি করে খাদ বাদ দেওয়া হচ্ছে। এই অতিরিক্ত খাদ বাদ দেওয়ার প্রতিবাদে চাষিরা বিভিন্ন মিলে গিয়ে বিক্ষোভ দেখান।

শুক্রবার গলসির খেতুড়া গ্রামে ধান কেনা শুরু হয়। জেলা পরিষদের সঙ্গে মিল মালিকদের আলোচনায় ৩ কেজির বেশি খাদ বাদ দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত হলেও ৬-৭ কেজি করে খাদ বাদ দেওয়া হচ্ছে বলে খেতুড়া গ্রামের চাষিদের অভিযোগ। এই খবর এলাকায় চাউর হতেই এদিন বিকেলে চাষিরা একত্রিত হয়ে বিভিন্ন মিলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মিল মালিকরা। মিল মালিকদের দাবি, সরকারি নিয়ম মেনেই ধান কেনা হচ্ছে।

Like Us On Facebook