ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাবে এরাজ্যেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে কলকাতা-সহ রাজ্যের আকাশ মেঘলা, চলছে ঝিরঝিরে বৃষ্টি। বিভিন্ন জেলার পাশাপাশি দুই বর্ধমান জেলা জুড়েও শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আশঙ্কায় রয়েছেন চাষীরা। যুদ্ধকালীন তৎপরতায় পাকা ধান বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন চাষীরা। কারণ ঝড়-বৃষ্টি বাড়লে মাঠের ধান বাড়িতে তুলে নিয়ে যেতে পারবেন না, সেই আশঙ্কায় রয়েছেন চাষীর। দু’দিন আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে শুরু হয়েছে মাইকিং, চাষীদের সর্তকতা করা হচ্ছে কৃষি দফতরের পক্ষ থেকে। তখন থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে পাকা ধান বাড়িতে তোলার। তাতেও কি সমস্ত ধান বাড়িতে তুলতে পারবেন চাষীরা? অত্যাধুনিক মানের যন্ত্রাংশ থাকলেও ভেজা মাটির কারণে চরম সমস্যা হচ্ছে ধান কাটতে। অসময়ের বৃষ্টি এবং রোগ-পোকার আক্রমণে এবার ধানের অবস্থা বেশ খারাপ, তার উপর আবার এই সময় ঝড়-বৃষ্টি হলে যেটুকু ধান মাঠে আছে তাও তোলা যাবে না – এই আশঙ্কায় রয়েছেন চাষীরা।

Like Us On Facebook