আবার কালবৈশাখীর ধাক্কায় চাষির আত্মহত্যা। এবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বর্ধমানের করুরি গ্রামে। করুরি গ্রামের চাষি কার্ত্তিক মন্ডল। বয়স ৬০ বছর। ২০ বিঘে জমিতে বোরো ধান চাষ করেছিলেন। দেড় বিঘে নিজের। বাকিটা ভাগের। ঝড়ে ও বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়। প্রায় ৭০ হাজার টাকা মহাজনী ধার ছিল। এছাড়া মজুরদের পাওনা বাকি আছে। বাড়ছিল তাগাদা। ধার শোধ করার জন্য চাপ ছিল। ভুগছিলেন মানসিক অবসাদে। মঙ্গলবার বাড়িতে গলায় দড়ি দেন। বাড়ির লোক দেখতে পেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার হাসপাতালেই মারা যান কার্ত্তিক মন্ডল।
Like Us On Facebook