কালবৈশাখীর সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টিপাতের জেরে কয়েক বিঘা জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় এক কৃষক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মৃত কৃষকের নাম দিলীপ ঘোষ (৫৬)। বাড়ি ভাতারের কুলনগর গ্রামে। মৃতের স্ত্রী অর্চনা ঘোষ জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পিছনে খামার বাড়ি সংলগ্ন একটা তেঁতুল গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি দিলীপবাবু বাজার থেকে চড়া সুদে ঋণ নিয়ে ২০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। এরমধ্যে ৯ কাঠা জমি তার নিজস্ব। বাকিটা ভাগ জমি।

 

Like Us On Facebook