নিজের জমিতে লাগানো নাড়ার আগুন দমকা হাওয়ায় মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে অন্যের ধানজমিতে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে অন্যের জমির ধান। আর সেই আগুন নেভাতে গিয়েই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল এক কৃষকের। পূর্ব বর্ধমানের মেমারি থানার কলানবগ্রামের ঘটনা। মৃতের নাম দিলীপ চক্রবর্তী (৭২)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দিলীপ চক্রবর্তী জমিতে ধান কাটার পর সর্ষে চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। সেইজন্য জমিতে থাকা নাড়ায় আগুন ধরিয়ে দেন তিনি। উত্তুরে দমকা হাওয়ায় সেই আগুন পাশের কাটা ধানের জমিতেও ছড়িয়ে পড়ে। লোকসানের কথা ভেবে সেই আগুন নেভাতে গিয়েই অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে মেমারি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
নাড়া পোড়ানোর কুফল নিয়ে ধারাবাহিকভাবে প্রচার সত্ত্বেও কি করে প্রশাসনের নজর এড়িয়ে এখনও চলছে নাড়া পোড়ানোর কাজ তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা। তাঁদের দাবি, আরও নিরবিচ্ছিন্ন ভাবে সচেতনামূলক প্রচার চালাক প্রশাসন। তাছাড়া সাধারণ মানুষ ও কৃষককূলকেও এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।