সমবায় সমিতিতে সহায়ক মূল্যে ধান দিয়েও সঠিক সময়ে টাকা না পাওয়ার অভিযোগ তুললেন চাষিরা। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের গলিগ্রাম সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ। গ্রামের বহু চাষি ওই সমিতিতে ধান বিক্রিয় করেন। বেশির ভাগ চাষি টাকা পেলেও ২০ জন চাষি এখনও ধান বিক্রির টাকা পান নি বলে অভিযোগ। ওই বিষয়ে তাঁরা ব্লক প্রশাসনের দারস্থ হলেও কোন সুরাহা হয়নি।
চাষিদের অভিযোগ, তাঁরা তিন মাস ধরে সমবায়ে আসছেন আর ঘুরে যাচ্ছেন। টাকা না পেয়ে এদিন সকালে তাঁরা সমবায় সমিতিতে জড়ো হয়ে ক্ষোভ উগরে দেন। তাঁরা জানান, জানুয়ারি মাসে সমবায়ে ধান বিক্রি করেছেন। সমিতিতে এলে তাঁদের ধরা-ছোঁয়া দিচ্ছে না সমিতির কর্তারা। তাঁরা জানান, মোট ২০ জন চাষি সরকারি সহায়ক মুল্যে আনুমানিক ৮০০ বস্তা ধান বিক্রি করেছিলেন ৫ ও ৬ জানুয়ারি। যাহার আনুমানিক মুল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। সেই টাকা সমিতি এখনও দিতে না পারায় সমস্যার পড়েছে কুড়ি জন চাষি। তাঁরা বলেন, টাকা না পেয়ে বাজারের দেনা পরিশোধ করতে পারছেন না তাঁরা। তাছাড়া ধানের টাকা না পাওয়ায় তাঁদের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে।