ফাইল চিত্র

অন্ডাল থানার বাঁকোলা এরিয়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের শাখার এটিএম থেকে তুলসি গোপ নামে এক ব্যক্তি দুটি জাল নোট পাওয়ার অভিযোগে উখড়া ফাঁড়ির দ্বারস্থ হলেন। এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, ফাঁড়িতে অভিযোগ দায়ের করার পর পঞ্জাব ন‍্যাশনাল ব‍্যাঙ্কের ওই শাখায় একটি লিখিত অভিযোগও জানান তুলসিবাবু।

জানা গেছে, পঞ্জাব ন‍্যাশনাল ব‍্যাঙ্কের ওই এটিএম থেকে তুলসিবাবু কুড়ি হাজার টাকা তোলেন। এটিএম থেকে দশটি দু’হাজার টাকার নোট পান তুলসিবাবু। তার মধ্যে দুটি জাল নোট বলে সন্দেহ হয় তাঁর। সঙ্গে সঙ্গে তুলসিবাবু বিষয়টি উখড়া ফাঁড়িতে জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। উখড়া ফাঁড়ির পুলিশ সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে পঞ্জাব ন‍্যাশনাল ব‍্যাঙ্কের ওই শাখার ম‍্যানেজার প্রদীপ দাসের সঙ্গে যোগাযোগ করে। ব‍্যাঙ্কের ম‍্যানেজার বিষয়টি দেখার আশ্বাস দেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এই এটিএম থেকে জাল নোট বের হয়েছে। সেই সময় বিষয়টি ব্যাঙ্ক ম‍্যানেজারের নজরে আনলে জাল নোটগুলি বদলে দেওয়ার ব্যবস্থা করেন ব্যাঙ্ক ম্যানেজার।

Like Us On Facebook