ফের চাঞ্চল্য দেখা দিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহার নামে তৈরি একটি ফেক মেল আইডি থেকে বিভিন্নজনের কাছ পাঠানো ই-মেলের মাধ্যমে নানাভাবে সাহায্য চাওয়ার ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় এদিনই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জেলা পুলিশ সুপারকে একটি লিখিত অভিযোগ করে তদন্তের আবেদন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার হঠাৎই বিশ্ববিদ্যালয়ের কর্মীরা জানতে পারেন উপাচার্য নিমাইচন্দ্র সাহার নামে তৈরি একটি জি-মেল আইডি থেকে বিভিন্ন জনের কাছে ই-মেল পাঠানো হয়েছে। ওই ই-মেলে বিভিন্নজনের কাছে নানাভাবে সাহায্য চাওয়া হয়েছে। আর এই বিষয়টি জানার পরই শুরু হয় খোঁজখবর। দেখা যায় vicechancellorv@gmail, com এই ই-মেল থেকে বিভিন্ন জনের কাছে মেল পাঠানো হয়েছে। এরপরই রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে নোটিশ জারি করেন। তিনি জানিয়ে দেন, কেউ একটি ভুয়ো ই-মেল আইডি তৈরি করেছেন উপাচার্য্যের নামে। আর সেই আইডি থেকেই এই ধরণের ভুয়ো ই-মেলের মাধ্যমে সাহায্য চেয়ে পাঠানো হয়েছে। এরপরই জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা পড়ে। জানা গেছে, এই অভিযোগ জমা পড়ার পরই পুলিশের সাইবার ক্রাইম শাখা জোরকদমে তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook