.

চলতি মাসের ২২, ২৬ ও ২৭ তারিখে অন্ডালের বিডিও কার্যালয়ে আধার কার্ড সংশোধন ও নতুন আধার কার্ড রেজিস্ট্রেশন করানো হবে বলে জেলাশাসকের নকল স্বাক্ষর সম্বলিত একটি বিজ্ঞপ্তির লিফলেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্থানীয় মানুষ সেই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় দেখে আজ, বৃহস্পতিবার সাত সকাল থেকেই অন্ডালের বিডিও কার্যালয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন অনেকে। কিন্তু বেলা ১১ টা নাগাদ বিডিও কার্যালয়ের এক কর্মী জানান, আধার কার্ড সংশোধন বা নতুন কার্ড করানোর কোন বিজ্ঞাপন তাঁরা প্রকাশ করেন নি। এই নিয়ে চরম বিভ্রান্তি ছড়ায় অন্ডাল বিডিও কার্যালয়ে। অপরদিকে বিডিও কার্যালয়ের পাশেই একটি বেসরকারি সংস্থা বেশি অর্থের বিনিময়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার ব্যবসা খুলে বসেছে বলে অভিযোগ ওঠে। আধার কার্ড তৈরির জন্য অনেকে সেই সংস্থার দ্বারস্থ হন বলে জানা গেছে। আধার কার্ড তৈরি করতে বেশি অর্থ নেওয়ার অভিযোগ উঠলে শেষমেশ চাপে পড়ে ওই বেসরকারি সংস্থা বেশি অর্থ নেওয়া যে ভুল হয়েছে তা স্বীকার করে নেয়।

Like Us On Facebook