শুক্রবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমান ডেন্টাল কলেজের মাঠে অনুষ্ঠিত হল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে মেলা। এদিন এই ‘সমানুভূতি’ মেলার উদ্বোধন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
মেলায় বিভিন্ন দফতরের ১২টি স্টল ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী, মুখ্য স্বাস্থ্যাধিকারিক প্রণব রায় প্রমুখ। এদিন মেলার মঞ্চ থেকে ২৪০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার, ট্রাই সাইকেল সহ অন্যান্য সরঞ্জাম তুলে দেওয়া হয়। এই মেলার মাধ্যমে জেলা প্রশাসন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নাম ভোটার তালিকায় তোলার উদ্যোগ নিয়েছে।
Like Us On Facebook