আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ২০১৮ সালের পুজো গাইড ম্যাপ প্রকাশিত হল শুক্রবার৷ এদিন আসানসোলের কমিশনারেট অফ পুলিশ অফিসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই গাইড ম্যাপ প্রকাশ করা হয়৷

এদিনের অনুষ্ঠানে সিপি লক্ষীনারায়ণ মিনা জানান, গত বছর থেকেই অনলাইনে আবেদনের মাধ্যমে পুজো কমিটিগুলিকে অনুমোদন দেওয়া হয়৷ এবারেও শিল্পাঞ্চলের ৬০১ টি পুজো কমিটি আবেদন করে৷ এছাড়াও পুজো ও উৎসবকে কেন্দ্র করে শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুজো কমিটি ও আখড়া কমিটিগুলির সাথে পিস কমিটির বৈঠক করা হয়৷ যেখানে পুজো কমিটিগুলির কাছে ডিজে ব্যবহারের নিষেধাজ্ঞা সহ আখড়া কমিটিগুলিকে শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন বন্ধ রাখতে বলা হয়৷ এবং এবিষয়ে সহমতের ভিত্তিতে উভয় পক্ষ সহযোগীতার হাত বাড়িয়েছে৷ এছাড়াও এডিসিপির পক্ষ থেকে বহিরাগত দর্শনার্থীদের সহযোগিতায় শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় মোট ৫৭ টি সহকারি বুথের ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়াও যে কোনো প্রকার অশান্তি এড়াতে স্পেশাল ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ কমিশনার জানান, আসানসোলে একাকী প্রবীণদের সপ্তমী থেকে নবমী পর্যন্ত শহরের জনপ্রিয় পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করবে পুলিশ। প্রবীণদের সাহায্য করতে পুলিশ ইতিমধ্যেই চালু করেছে ‘নমন’ প্রকল্প। সেই প্রকল্পে নথিভুক্ত প্রবীণদের এবার পুজো দেখানোর ব্যবস্থা করছে পুলিশ।

Like Us On Facebook