.

রবিবার বিজয়রাম আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে এবং শ্রী সারদা কল্যাণ সংঘের সহযোগিতায় বিনা ব্যয়ে একটি চক্ষু পরীক্ষা ও কম্বল বিতরণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী কাকলি তা, পঞ্চায়েত সমিতির সদস্যা সুচিত্রা মাল, সারদা কল্যাণ সংঘের সম্পাদক, বর্ধমান সহযোদ্ধার সভাপতি ঋষিগোপাল মন্ডল, সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য প্রমুখ। সহযোদ্ধার সম্পাদক সোমনাথবাবু তাঁর বক্তব্যে বলেন, এদিনের শিবিরে ৮০ জনের চক্ষু পরীক্ষা হয় এবং ৪০ জনকে কম্বল দেওয়া হয়েছে। প্রায় ২১ জনের চোখের সমস্যায় এদিন চিকিৎসক অস্ত্রোপচার করার কথা জানিয়েছেন, যেটা সহযোদ্ধার পক্ষ থেকে বিনা ব্যয়ে ব্যবস্থা করা হবে সারদা কল্যাণ সংঘের সহযোগিতায়।

Like Us On Facebook