রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান মেডিকেল কলেজে তৈরি হবে স্টেট ক্যানসার হাসপাতাল। রবিবার বর্ধমানে সাংবাদিক বৈঠক করে জানান বিধায়ক নির্মল মাজি। তিনি জানান ৪০ কোটি টাকা ব্যয়ে জি প্লাস এইট অত্যাধুনিক বিল্ডিং তৈরি করা হবে ক্যানসার হাসপাতালের জন্য। একই ছাদের তলায় ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে একেবারে বিনামূল্যে। থাকবে ভিভি আর মেশিন, সিটি স্ক্যান, ডিজিটাল এমআরআই ও এক্সরে, রেডিও থেরাপি, কেমোথেরাপি সহ অন্যান্য আধুনিক পরিষেবার সুযোগ।

দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যের কয়েক কোটি মানুষ একেবারে নিখরচায় এই পরিষেবা পাবে। কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের উপর আর নির্ভর করে থাকতে হবে না দক্ষিণ বঙ্গের মানুষকে। এই ক্যানসার হাসপাতাল তৈরি হলে মানুষ বিনা ব্যয়ে ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন। তিনি আরও জানান, খুব দ্রুত হাসপাতালের ভবন তৈরির কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের জন্য টাকার কোন অভাব হবে না।

Like Us On Facebook