বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে খুন হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের ছোড়া কলোনীতে। মৃতার নাম খনা মিত্র(৪৩)।মৃতার পরিবার ও প্রতিবেশীদের দাবি স্থানীয় পল্লীশ্রীর বাসিন্দা সত্যেন বিশ্বাসের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন খনা মিত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার-পাঁচ বছর ধরে সত্যেন বিশ্বাসের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন খনা মিত্র, এই সম্পর্ক থাকলেও বড় ছেলের বিয়ের পর থেকে খনা মিত্র এই সম্পর্কের ইতি টানেন। এই নিয়ে কিছু দিন আগে সত্যেন বিশ্বাসের সঙ্গে মিত্র পরিবারের ঝামেলাও হয়। গতকাল রাত্রি ৮ টার সময় বাড়িতে একা পেয়ে সত্যেন বিশ্বাস খনা মিত্রকে আক্রমণ করে বলে অভিযোগ। তাঁর মাথায় কোদাল দিয়ে আঘাত করা হয়। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মাইক বাজায় কেউই খনা মিত্রের চিৎকার শুনতে পান নি। পরে প্রতিবেশীরা তাঁর বাড়ির সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় খনা মিত্রকে দেখতে পান। বাজারে তাঁর ছেলে ও স্বামীকে খবর দেওয়া হয়। ততক্ষণে অবশ্য খনা মিত্র মারা গেছেন। স্বামী ও ছেলে সব্জীর ব্যবসা করেন। আউশগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনায় অভিযুক্ত সত্যেন বিশ্বাসকে পুলিশ আটক করে তদন্ত শুরু করেছে।