আজ বড়দিন, আর বড়দিনের রোশনাই থেকে দূরে থাকা দুঃস্থ শিশুদের কাছে এদিন সান্তা হয়ে হাজির হল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ২০১৫-উচ্চমাধ্যমিক ব্যাচের একদল ছাত্র। সকলেই যখন বড়দিনের উৎসবে মেতেছে তখন সমাজের কিছু দুস্থ শিশু বড়দিন বা সান্তাক্লজের স্মৃতি ছাড়াই বেড়ে ওঠাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে। গতবছরের মতো এবছরও বড়দিনে দুস্থ শিশুদের কেক, চকোলেট ও পড়াশোনার সরঞ্জাম উপহার দিল ওই ছাত্ররা।
‘সকলের জন্য বড় হোক বড়দিন’ – এই মন্ত্রকে সামনে রেখে বছর তিনেক আগে স্কুল জীবন ছেড়ে আসা বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ২০১৫-উচ্চমাধ্যমিক ব্যাচের ওই ছাত্ররা এদিন বর্ধমান স্টেশন, পারবীরহাটা, উৎসব ময়দান, অরবিন্দ স্টেডিয়াম এলাকায় দরিদ্র ও দুস্থ শিশুদের মুখে হাসি ফোটেতে তাদের মধ্যে কেক ও চকোলেট বিতরণ করে তাদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিল। এদিন ওই ছাত্ররা শিশুদের মধ্যে প্রায় ১০০০ কেক ও চকোলেট বিতরণ করে পাশাপাশি ৩০ জন শিশুর হাতে শিক্ষা সামগ্রীও তুলে দেয়। বড়দিন উপলক্ষে কেক ও চকোলেট পেয়ে শিশুরাও আনন্দে আত্মহারা হয়ে ওঠে। একদল ছাত্রের এই অনন্য প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন আপামর বর্ধমানবাসী