.
নাম বদলে গেল ইটিভি নিউজ বাংলার। নতুন নাম হল ‘NEWS 18 বাংলা’। নতুন রূপে নতুন সাজে নিউজের সমস্ত আপডেট নিয়ে দর্শকদের সামনে হাজির ‘NEWS 18 বাংলা’। চ্যানেল কর্তৃপক্ষের দাবি, নাম বদলালেও আগের স্বাদ, খবর পরিবেশনে মুন্সিয়ানা বজায় থাকছে পুরোটাই। থাকছে আমার বাংলা, কলকাতা কলকাতা সব আগের মতোই। এই চ্যানেল যুক্ত হল দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্কের সঙ্গে। নতুন চ্যানেলকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা।
Like Us On Facebook