শক্তিগড়ের পথসাথী মোটেলে শুরু হল স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দফতর আয়োজিত ৩০ দিনের প্রশিক্ষণ শিবির। এই শিবিরে জেলার বেকার যুবকদের স্বনিযুক্তির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের শেষে শংসাপত্রও দেওয়া হবে। সোমবার এই শিবির উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, সভাধিপতি দেবু টুডু, বিধায়ক নিশীথ মালিক প্রমুখ।

Like Us On Facebook