দুর্গাপুর পলিটেকনিক কলেজের সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হল বর্ধমান শহরে। মৃত ছাত্রের নাম রাহুল মল্লিক (২৫)। বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর হরিনারায়ণপুর বিদ্যাসাগর কলোনীতে।

জানা গেছে, শনিবার সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা নাগাদ রাহুলের কাছে একটি ফোন আসে। এরপরই সে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর রাত্রি প্রায় সাড়ে ন’টা নাগাদ পাশের পাড়ার দুটি ছেলে এসে তাঁদের জানান, রাহুলের মৃতদেহ পড়ে রয়েছে সাধনপুর বড় বুনিয়াদী স্কুলের কাছে রেল লাইন থেকে প্রায় ১২ ফুট দূরে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাহুলের মৃতদেহ উপুড় অবস্থায় পড়েছিল। হাত দুটি পিছনে মোড়া ছিল। শরীরে আঘাতেরও চিহ্ন ছিল। মৃতদেহের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রাহুলের মোবাইল ফোনের ভাঙা অংশ। গতবছরই দুর্গাপুর পলিটেকনিক কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর রাহুল চাকরির জন্য চেষ্টা করছিল। স্বাভাবিকভাবেই তার লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়ানো। তাই সে পাড়ার বখাটে ছেলেদের সঙ্গে মিশতে চাইত না। তা নিয়েই পাড়ার ছেলেরা তাকে নানাভাবে উত্যক্তও করছিল। অভিযোগ এর জেরেই পরিকল্পিতভাবেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রাহুলকে খুন করা হয়েছে।

Like Us On Facebook