৬ দিন কেটে গেলেও আউশগ্রামে হাতির দলের তান্ডব অব্যাহত। হাতির দলকে এখনও বাঁকুড়ামুখী করতে পারল না বনদফতর। ফলে বিঘের পর বিঘে জমির ধান নষ্ট হচ্ছে চাষীদের। প্রভূত ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। হাতির দলটি এখন আউশগ্রামের ভাল্কি-মাচান এলাকায় অবস্থান করছে। দলে প্রায় ৬১ টি হাতি রয়েছে যার মধ্যে একটি ১৪ দিনের বাচ্চাও রয়েছে বলে বনদফতর সূত্রে জানা গেছে।
রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় জানিয়েছেন, বনদফতরের পক্ষ থেকে হাতির দলকে পুনরায় বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানোর সবরকমের চেষ্টা করা হচ্ছে। যেহেতু দলে একটি ১৪ দিনের শাবক রয়েছে তাই দলটিকে পুনরায় বাঁকুড়ার জঙ্গলে পাঠাতে বেগ পেতে হচ্ছে। এছাড়াও দলটি মাঝে মাঝেই ছোট ছোট দলে ভাগ হয়ে পড়ছে। যার জন্যেও সমস্যা হচ্ছে। তবে দ্রুত পাঠানো সম্ভব হবে বলে তিনি জানান।
Like Us On Facebook