স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে নির্বাচন সংক্রান্ত একটি করে লিটারেসি ক্লাব তৈরির উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে একথা জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধন করা হচ্ছে। সেই বিশেষ কর্মসূচি সফল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্ধমান জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবন অডিটোরিয়ামে নতুন ভোটারদের মুখোমুখি হয় জেলা প্রশাসন। সেখানে ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (ইলেকশন) অরিন্দম নিয়োগী, নির্বাচনী আধিকারিক উৎপল কুমার ঘোষ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তোফাজ্জেল হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিরা নতুন ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন এবং বিয়োজন নিয়ে আলোচনা করেন। প্রোজেক্টার দিয়ে ভোটার তালিকার বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে। পরে ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে ক্যুইজও অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের লোকসভা ভোট নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হয় ছাত্রছাত্রীদের। জেলাশাসক এদিন জানিয়েছেন, নতুন এই ইলেক্টোরাল লিটারেসি ক্লাব(ইএলসি)-এর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে ছাত্র-ছাত্রীদের সমাজে বিভিন্ন দিকে পাঠানো হবে। তারা বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে ভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেবে।