.

পূর্ব বর্ধমান জেলায় ২ দফায় ভোট। পঞ্চম দফায় ১৭ এপ্রিল ভোট গ্রহণ হবে বর্ধমান উত্তর(২৬৬), বর্ধমান দক্ষিণ(২৬০), রায়না(২৬১), খন্ডঘোষ(২৫৯), মেমারি(২৬৫), জামালপুর(২৬২), মন্তেশ্বর(২৬৩) এবং কালনায়(২৬৪)। ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ভোট গ্রহণ হবে গলসি(২৭৪), আউশগ্রাম(২৭৩), ভাতাড়(২৬৭), মঙ্গলকোট(২৭২), কাটোয়া(২৭০), কেতুগ্রাম(২৭১), পুর্বস্থলী উত্তর(২৬৯) ও পুর্বস্থলী দক্ষিণ(২৬৮) কেন্দ্রে। পশ্চিম বর্ধমানের সমস্ত বিধানসভা কেন্দ্রে ভোট হবে সপ্তম দফায় ২৬ এপ্রিল।

Like Us On Facebook