ভোট বড় বালাই। ভোটে প্রতিশ্রুতির বন্যা, কিন্তু বাস্তবে ভোট মিটতেই প্রতিশ্রুতি রইল প্রতিশ্রুতিতেই। ইসিএলের সিন্দুলি কোলিয়ারিতে প্রবল দাবদাহে পানীয় জলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। পানীয় জলের সংকট মেটানোর দাবিতে সোমবার ইসিএলের সিন্দুলির জেকে ইউনিটের কর্মীরা কোলিয়ারির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন।
জানা গেছে, কোলিয়ারিতে সিন্দুলি কোলিয়ারির ডোমপাড়া, বুড়াকটি, ২নং চানক এলাকায় পানীয় জলের হাহাকার চলছে এই তীব্র গরমে। স্থানীয় মানুষের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষকে এই পানীয় জলের সংকট নিয়ে বহুবার বলা হয়েছে। প্রতিবার ইসিএল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে পানীয় জলের সংকট নিরসনে ইসিএল কর্তৃপক্ষ সেভাবে কোন কার্যকরী ভূমিকা নেয়নি। ফলে গরমে এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ইসিএল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের পানীয় জলের সংকট মেটানোর আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফের কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?