খনিগর্ভে কয়লার চাঙর চাপা পড়ে মৃত্যু হল এক ইসিএল কর্মীর। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল খনি চত্ত্বরে। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ অন্ডালের পরাসকোল ইস্ট কলিয়ারিতে খনির নীচে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় হঠাৎ খনির ছাদ থেকে কয়লার বিশাল চাঙর ভেঙে পড়ে কর্মরত শ্রমিকদের উপর। ঘটনায় তিনজন গুরুতর জখম হন, তাঁদের মধ্যে গোপাল গোপ(৪২) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই কয়লার চাঙর চাপা পড়ে মারা যান।

এদিকে, দুর্ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে খনি চত্ত্বরে। খনির শ্রমিকরা জানান, খনি কর্তৃপক্ষের গাফিলতির জন্যই ঘটেছে এই দুর্ঘটনা। খনির নীচে নিরাপত্তা নেই বললেই চলে এমনটাই এক খনি কর্মী জানান। খনি শ্রমিকদের দাবি, তাঁরা বার বার খনি কর্তৃপক্ষকে খনির নীচে নিরাপত্তার কথা জানিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত না করায় এই দুর্ঘটনা। পুরো ঘটানার জন্য খনি কর্মীরা ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করছেন। খনি শ্রমিক ও শ্রমিক সংগঠনের দাবী, মৃত কর্মীর পরিবারের একজনের চাকরি আজকেই দিতে হবে এবং যতদিন খনির নীচে নিরাপত্তা সুনিশ্চিত না করছে ইসিএল কর্তৃপক্ষ ততদিন খনি বন্ধ থাকবে।

 

Like Us On Facebook